Wellcome to National Portal

*** জেলা সমবায় কার্যালয়, গোপালগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত জানাই ***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কীভাবে যাবেন

ঢাকা হতে গোপালগঞ্জ কীভাবে যাবেন

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়া এখন অনেক সহজ। ঢাকার গুলিস্তান, ফুলবাড়িয়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, দোলাইরপাড়-এ সরাসরি গোপালগঞ্জে যাওয়ার বাস পাওয়া যায়। উল্লেখযোগ্য পরিবহণগুলো হলো : ওয়েলকাম এক্সপ্রেস, দোলা পরিবহন, ইমাদ পরিবহন, সেবা গ্রীন লাইন, এনা পরিবহন ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ভাড়া সিটপ্রতি ৫০০/- (পাঁচশত) টাকা। যে বাসেই উঠুন আপনি গোপালগঞ্জ পুলিশ লাইন নেমে যাবেন। সেখানে নেমে আপনি জেলা সমবায় কার্যালয়/ জেলা প্রশাসকের কার্যালয়/ পুলিশ সুপারের কার্যালয়/ জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানে আসার কথা বললে (উল্লেখিত প্রতিষ্ঠানগুলো সংলগ্ন এলাকায় অবস্থিত) ব্যাটারিচালিত রিক্সা/অটোরিক্সা অথবা সিএনজি অটোরিক্সা আপনাকে সেখানে নিয়ে যাবে। ভাড়া নেবে ৪০ থেকে ৫০ টাকা।


একইভাবে আপনি গোপালগঞ্জ শহর থেকে পুলিশ লাইন হয়ে ঢাকায় ফিরতে পারবেন। পুলিশ লাইনে আপনি ঢাকায় ফেরার  পূর্বোক্ত বাস কাউন্টারগুলো পাবেন। ফিরতি পথেও ভাড়া সিটপ্রতি ৫০০/- (পাঁচশত) টাকা।